বিনোদন ডেস্ক
১২ পাতা, ঢাকা
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে চাঁদের দেশে কোন নায়িকা যাবেন তা খোঁজা হচ্ছিল অনেকদিন ধরে। অবশেষে পাওয়া গেছে তাকে।
‘চাঁন্দা মামা দূর কে’ নামের ছবিতে প্রথমবার নভোচারীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ৩০ বছর বয়সী এই তারকা।
মুম্বাই মিরর এর আগে এক প্রতিবেদনে জানিয়েছে, ছবিটির জন্য প্রস্তুতি শুরু করেছেন সুশান্ত। এবার চূড়ান্ত করা হলো শ্রদ্ধাকে। বাস্তবে না হলেও বড় পর্দায় চাঁদের মাটিতে পা দিতে দেখা যাবে তাকে।
সঞ্জয় পুরাণ সিং চৌহানের এই ছবিটিতে দেখানো হবে মহাকাশে তিন নভোচারীর দুঃসাহসিক অভিযানের গল্প। সুশান্ত ও শ্রদ্ধার পাশাপাশি নওয়াজুদ্দিন সিদ্দিকিকেও দেখা যাবে নভোচারী চরিত্রে।
আগামী মাসের শেষ সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। ভারতের মুম্বাই, দিল্লি ও হায়দরাবাদে কাজ করবে ইউনিট। তার আগে প্রশিক্ষণে নামবেন শ্রদ্ধা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টারে কয়েকদিন কঠোর প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন সুশান্ত। নভোচারীদের জীবন সম্পর্কে জানতে বিভিন্ন কর্মশালা করতে হয়েছে তাকে। মহাকাশ যানেও ঢুকেছেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আইএএনএস।
Related News
Comments
No comments found!
Leave a Comment
Your email address will not be published.